Water

 

Water has no color, but massive,

water looks blue.
Water has no test, but we like it best.
Water has no shape,
water can take any shape.
Water has a mysterious relationship with all beings ;
all beings,
when they see massive water, regain life,
when they drink water they regain life.
Water is not just H2O.
Water is not just live.
Water! many many people pray
water, why?
Water is mysterious for all beings.
Water will be mysterious fore even.
Water?

What is this?

জল
——-
বর্ণহীন জল
জলধীতে নীলাভ বর্ণিল
স্বাদ নেই তার নিরাকার
ভালোবেসে খুলে দেই হৃদয়ের খিল
জল আর জীবন
উত্তরাধিকার বিহীন জল
রহস্যময় প্রাণীকুল
জলের উচ্ছ্বাসে ভরে মন
জলে সব গড়ে উঠে নির্ভূল
দুটো হাইড্রোজেন আর
একটি অক্সিজেন মানে শুধু জল নয়
জলের জন্য প্রাণ
একা এবং একাকীত্ব এই জল
নিজেই নিজের পরিচয়
নির্ভরশীলতা বিহীন জেন্ডার বিহীন জল
বিশ্বব্রহ্মাণ্ডের এই অথৈ জল
অনেকে প্রার্থনা করে
তবে জল এটা কি ?
রেজা সাত্তার ।
( কবিতাটি ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত )