Sweetest People

Construction peoples are the sweetest.
Incomes are pure.
Never lie to the court.
Most hard-working.
(My heart breaks; my eye drain with water).
But,
most apart.
After the job is done, they throughout…
But,
In job,
they are in a war zone, “do or die “.
Top of the high rise beam, they will be there with or without lunch …
But,
no money, no houses.
Most exploited people.
But,
they build and build …
STOP IT HERE.
Labour need to split into different different categories.
Like secretarial labour or…
Construction labour and so on …
1/2 of a Doctor’s payment have to have for these sweetest people or more…
No more exploitation to this sweetest people.
Government is the most exploiters to
construction people ( Beyond Humanity ).
STOP IT HERE.
Let’s fight for labour.

মধুরতম মানুষ
——————
অতীব সুন্দর আর বিবেকের কাঠগড়ায়
স্থিত মানুষগুলোর আয়
পবিত্রতায় ভাস্বর
ওদের দেখে আহা। অনিবার
অশ্রুতে ভেসে যায়
হৃদয় আমার বারবার
ভেঙে যায় বারবার
শ্রমে ঘামে যুদ্ধে
ক্লান্তিহীন দিনমজুর ওরা
অন্ধকারে অভুক্ত। আকাশ ছোয়া অতি উচ্চ
অটলিকা শীর্ষে অপার্থিব। কপর্দবহীন
শোষিত । ওরা নির্মাণ করে নির্মল
ওরা শ্রমিক আজন্ম বঞ্চিত ।
তুমি নিয়মের নিয়ামক।
তুমি প্রকৌশলী কিংবা চিকিৎসক
তুমি সরকার
ওদের ফিরিয়ে দাও প্রাপ্য সব
ওদের ফিরিয়ে দাও অধিকার
না হয় বঞ্চনার অনলে
তুমিও হবে দগ্ধ একদিন।
মানবিকতার প্রান্ত সীমায় বাস করা
নির্মাণ শ্রমিক ওরা। অতীব নির্মল প্রাণ
ওদের পক্ষে এসো যুদ্ধ করি অবিরাম
ঝরুক ঘাম। নতুন পৃথিবী হোক নির্মাণ।
( রেজা সাত্তারের লিখিত , কবিতা ইংরেজি থেকে বাংলায় অনূদিত