My Car

My car;

In London, it is full of autumns leafs ,  take a picture, the whole world under this sky, whether you want Tandoori Chicken or Mexican burrito. Traveling the upper floor of a two-story bus makes me thinking why they name it “ Tottenham’s  Hell or something   “– this subway station.

In New York, it is broken by gangs, wallet with no money, got stolen, call Police, make claim, kept busy  with Police and stuff; eat  fast food all day, here black or white; rich or poor ; easy and sample ;  everyone is busy here, thinking about money and money only, whether to steal, grab, theft or any way to make money and money .

In Toronto , got a  yellow ticket from City  , pay the ticket , need to work more to pay this bills and bills but at evening ; see my people for Thanksgiving or for Halloween  party , my best friends and friend or  relatives   , when start going at primary school together , my socialization , start cooking , my inspiration  to write more and more

In Singapore, Thailand, Malaysia or Vietnam; surrounding by girls and girls or boys and boys; no money but happy and happy; with seafood, lost here myself.

In Dhaka, it smells Bengali people, culture, accent, food, breath or birth, with all over its mud, but with full of foolish Big political peoples’ big talking, with an empty head, talking and talking.

In the Middle East, in Iraq or Syria, it’s bombed, it got a bullet shot all over it; it is upside down on fire, thinking how could escape from here.

In Delhi; hush; cannot talk; cannot smile; cannot breathe or do anything, my fears if my grand brother will slap my face, here.

In Columbia or Latin America, see poverty, hungry kids, hungry people or hungry women, are surrounding me, imperialism steals everything, give them fake Nobel trophy, here.

In Rome, my people put a cleaning stick to my car, on the stoplight and after that, it got  stolen, doesn’t matter, al list enjoyed Hilsha fish in my villages people house for  that night dinner and

in morning Italiano  espresso

coffee, without knowing Italiano

In Moscow, in is covered by snow, too much job for me to remove the snow, it smells with Russian Vodka, Kremlin, Pushkin Square, Babushka or may be Debushka.

In Kandahar, Opium business’s haven, big transaction big money, hungry kids are busy with farming here; car got stolen, and need a ride by donkey

In Dubai, someone drives me, big investment, money from, money laundering or smuggling, doesn’t matter, it’s pretty here, everything is legal here, whether Girls or Mosque, I can tale real, secularism, how many types it could be, here.

In Modena, only men everywhere, men after men; all the women are disappearing, lost, stolen or may not exist here;

In Beijing is Socialism, no access to my car, I heard they Pay Opium to their slave employee’s here.

In Melbourne, never been there.

আমার গাড়ী;
লন্ডনে এখন হেমন্ত কাল
ঝরা পাতায় আচ্ছন্ন চারদিক,
আকাশের নিচে সুন্দর এই পৃথিবীর
মোহে মেতে ওঠে মনের ক্যানভাস,
কেহ কেহ অতি ব্যস্ত
চাই
তন্দুরি চিকেন কিংবা মেক্সিকান বুরিতো
ডাবল ডেকার যান
উপরের তলায় ভ্রমণ করতেই
খুলে যায় ভাবনার দ্বার
কেন যে এর নাম হলো
টটেন হ্যেমের নরক
অগ্নিস্ফুলিঙ্গ
আহা পাতাল স্টেশন।
নিউইয়র্ক
গ্যাং দ্বারা চূর্ণ বিচূর্ণ
এক উপদ্রুত শহর
চুরি হয়ে যায় বিবেক।
পুলিশকে আহ্বান
দাবির পিঠে দাবি
পুলিশ এবং স্টাফ
সর্বত্রই চরম ব্যস্ততা;
নৈরাজ্য নিন্দিত
এই শহর
যেন ফাস্ট ফুড জীবন ,
কালো বা সাদা;
অভিজাত কিংবা গরীব ;
সবাই এখানে ব্যস্ত অর্থের দৌড়ে
ভীড়ের এই শহরে লালসা আর অর্থের কারবার।
কেবলই অর্থ। চাই আরও অর্থ।
টরন্টো
হলুদ রঙের আগমন পত্র।
প্রত্যাহিক প্রয়োজন মেটাতে চাই
আরও শ্রম সিদ্ধ কাজ
অতঃপর
বন্ধুবান্ধব পরিবেষ্টিত সামাজিকতা
থ্যাঙ্কস গিভিং কিংবা হ্যালোইন
সব ভাবনা উজাড় করে আনন্দ
আমি হারিয়ে যাই
সিঙ্গাপুর
থাইল্যান্ড
মালয়েশিয়া
বা ভিয়েতনামের সেই মনোরম পরিবেশে
যেখানে নেই কোন আভিজাত্য
নাই টাকার অহংকার
অথচ আছে শুধু নারী পুরুষের
মহা মিলনমেলা
লাগামহীন সুখ আর অন্তরঙ্গতা।
সামুদ্রিক খাবারের সাথে আমি
নিজেই হারিয়েছি নিজেকে এখানে
ঢাকায় আমি নিয়ত অনুভব করি
বাঙালি
মানুষ
সংস্কৃতি
উচ্চারণ
খাবার
জনসংখ্যার চাপে নাভিশ্বাস
বাংলা মায়ের সোঁদা গন্ধ
তবে রাজনৈতিক চাপানউতোর বক্তৃতাই সার
আর নিরেট মানুষে মানুষে অহেতুক জড়াজড়ি
অযথা রাজনৈতিক দ্বন্দ্ব
আমাদের জীবন অবরুদ্ধ এখানে
মধ্য প্রাচ্যে, ইরাক বা সিরিয়ার প্রত্যন্ত পরিসরে
নাশকতা, বুলেট ও বিসফোরনে এই মাটি কাঁপে।
জীবন অসহায়, ভাবি নিজেকে কি করে বাঁচাবো
এই বিধ্বংসী যন্ত্রণা থেকে।
দিল্লি সেই শহর
যেখানে যায় না কথা বলা,
প্রাণ খুলে হাসা
এবং শ্বাস নেওয়া,
সর্বদা়ই থাকে ভয়
কলম্বিয়া বা লাতিন আমেরিকা
সাম্রাজ্যবাদের ক্ষুধার্ত থাবা দারিদ্র্য,
ক্ষুধার্ত বাচ্চা, ক্ষুধার্ত মানুষ
ক্ষুধার্ত মহিলা
সাম্রাজ্যবাদ
তাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছে
রোম
লোকেরা অতি উজ্জ্বল আলোর নিচে
এবং তারপর
প্রয়োজন কিংবা অপ্রয়োজনে
প্রতিবেশী আনন্দ
নৈশ ভোজ
ইলিশ ইলিশ উৎসব
প্রাতরাশ আর ইতালীয়ো স্প্রেসো
ধোয়া ওড়া প্রহর।
মস্কো
তুষারের স্বর্গ রাজ্য
ভদকা
ক্রেমলিন আর পুশকিন স্কোয়ার
জীবন জীবিকা।
কান্দাহার
রমরমা আফিম
বুক ভরা বরাভয়
খালিপেট
ক্ষুধার্ত শিশুর ক্রন্দন ধব্বনি
চুরি হওয়া স্বপ্ন।
দুবাই
দুদন্ড স্বস্থি নিতে এখানে
অর্থ পাচার বিনিয়োগ আর চোরাকারবারি
আসে টাকার কুমির। স্বপ্ন যানে
উরন্ত রথে চড়ে অনাবিল শান্তি সুধা
এখানে সবকিছুই বৈধ।
মদিনা
সর্বত্র কেবল পুরুষ
পুরুষের পরে পুরুষ
সমস্ত মহিলা অদৃশ্য হয়ে গেছে, হারিয়ে গেছে, চুরি হয়েছে
এখানে কোন নারীরা নেই বা সবই ঢাকা
শুধু পুরুষ আর পুরুষ ।
বেইজিং
মালিকরা শ্রমিকদের অর্থের পরিবর্তে আফিম দেয়
ভুয়া কমিউনিজম সবার মুখে টেপ মারা
এক্সেস নাই ।
কিংবা মেলবোর্ন
যাওয়া হয় নি কখনও ।
( রেজা সাত্তারের লিখিত , কবিতা ইংরেজি থেকে বাংলায় অনূদিত )