Moon
Moon It’s you ?
Look, there is a hole in the Sky!
Who did this and what is the use of it?
Hey! I find some one,
Moon! It’s you?
Why you make this hole in the sky?
Now the sky will be no use, why you did that?
And who are you in reality? And why you are there? What you are looking for?
Why you there every night, why you just look at us and don’t do nothing?
Why you are not talking? Or doing nothing?
Are you alive or death?
Why you just look?
And even I don’t know who you are also?
But I know you see me every night.
I am raccoon, may be Canadian, don’t know my ethnicity, because I am here very very long time.
My raccoons are hungry now!
Did you see every night they go for food, one house to another house, one garbage bin to another garbage bin, but there is no food for them?
All the garbage bins are closed, sealed, locked up; there is no way my raccoons will get any garbage as a food.
They stay hungry night after night!
Did you see every night how they struggle for surviving?
Did you see every night they try to find little shelter, but for them there is no shelter?
All the porches or decks are close.
All the holes are fixed, sealed, closed or repaired.
They do not have any access to any garbage bin for food.
Or any porches for shelter.
Even they are trapped from ravine, so no space for them in ravine also.
They go one place to another place,
My baby raccoons are follows their Mother raccoons,
This traffic smashes my baby raccoons or my raccoons all the times.
But all of this land was belongs to my raccoons ……
They live here year before year, may be from millions of years.
It was their land, but they seized their land.
Now they have no land. No place to live, everything is taken and gone.
Every night they fun to my raccoons,
they shoot with electric gun, they kill with big Spade , hammer or something .
Even Police fun to them or cartoonist makes fun cartoons.
My raccoons are hungry now.
My raccoons are blind from eclectic gun shoot.
They are invalid or disabled.
They die every night, here and there.
For food or shelter, they struggle.
Hey! Moon,
Did you see this, so why you are not talking to me? Or why you are not answering? You want to see this and that’s all?
If this is the case;
I don’t need you any more.
All my raccoons are now hopeless, homeless or family less,
I cannot thing about their passport, study, health or something.
Are you listing me, Mr. or Mrs. Or just Moon?
Did you see, all the writers write:-
White mean good,
Or Black mean bad.
So, Simple!
Why not the opposite way?
So, they will not see me, never ever? Their eyes are so sample.
If they saw me, my raccoons, then they will not be in the street.
Hey Moon, still you don’t care, still why are not saying anything? Why? What happened?
Hey Moon!
Hey , pass me a rope, someone who is over there , I will climb to you and I will pierce your head, one side to another side and drug you down to Earth, if you just see and don’t do anything?
Then, I will, close this hole with compound, seat it and paint it over with sky color.
So, there will be no more hole in the sky.
And you will not just see me anymore.
I don’t need you are more.
Ho…Pa …., I am here, I did it, same as sky color.
Look, no more, Moon. Uraa!
(That’s why people don’t see Moon any more).
Reza Sattar
———
দেখো , আকাশে একটা গর্ত !
কে এই গর্ত টা করল ?
আর এ গর্তটার ব্যবহারটা কি ?
দেখো , পেয়েছি ,
চাঁদ ,
এটা কি তুমি ?
তুমি গর্তটা আকাশে কেন করলে ?
এখন আকাশের তো কোনো ব্যবহার থাকবে না ?
তুমি ওখানে কেন ?
তুমি প্রতিরাতে কি দেখো ওখান থেকে ?
তুমি প্রতিরাতে কেন আসো ওখান ?
তুমি কিছু করো না কেন ?
তুমি কথা বলছো না কেন ?
তুমি কি করছো ?
তুমি জীবিত নাকি মৃত ?
তুমি কেন শুধু দেখো ?
তুমি কে ?
তুমি কিছু করছে না কেন ?
তুমি কথা বলছো না কেন ?
আমি রাকুন হয়তোবা কানাডীয়ান ।
আিম কোন জাত বংশের কিছুই জানিনা ,
আমি এখানে অনেক বছর ধরে আছি , তুমি কি দেখনা , আমার রাকুনরা আজ ক্ষুদার্থ , ওরা প্রতি রাতে ,
এক বাসা থেকে আরেক এক বাসায় ঘুরে ,
এক গার্বেজ বিন থেকে আরেক গার্বেজ বিন এ ঘুরে ,
গার্বেজ বিন গুলি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে , ওদের জন্য কোন খাবার নাই ,
সারারাত ধরে ওরা খাবার খুঁজে ,
ওরা ক্ষুদার্থ থাকে ,
ওদের থাকার জায়গা নেই , ইভেন বারান্দার নিচেও না ,
এই সবুজ বন কেটে ফেলা হয়েছে ,
বেন ওদের আর এখন কোন জায়গা নেই
মা রাকুন পিছনে ছোট বাচ্চারা রাকুন গুলি ছুটে ,
গাড়ির নিচে পিষ্ট হচ্ছে বেবি রাকুন গুলি ,
অথচ আমরা এখানে মিলিয়ন বছর ধরে থাকি ,
এই সবুজ আমাদেরই ছিল ,
আমাদের থেকে জোরপূর্বক কেড়ে নেয়া হয়েছে ,
আমাদের কোন জায়গা নেই ,
আমাদের কোন স্থান নেই , 
প্রতিদিন রাতে ওরা আমাদের সাথে ফান করে ,
ইলেকট্রিক কান দিয়ে গুলি করে ,
বড় ধারালো কোদাল দিয়ে আমাদেরকে মারে ,
পুলিশ অফিসার ও আমাদের সাথে ফান করে ,
কার্টুনিস্ট আমাদেরকে নিয়ে কার্টুন করে ,
আমরা আজ ক্ষুধার্ত।
আমার অনেক রাখুন ওদের ইলেকট্রিক কানে অন্ধ হয়ে গেছে , চোখে দেখে না ,
ওরা আজ অসুস্থ ইনভ্যালিড ওরা মরে যাচ্ছে ,
রাতের পর রাত ছুটছে ক্ষুধা এবং আশ্রয়ের জন্য
রাতের পর রাত করে ওদের ওরা ঘটছে খাওয়া এবং আশ্রয়ের জন্য .
চাঁদ ,
এটা কি তুমি দেখো না ?
তুমি কেন কথা বলছো না ?
কেন তুমি কেন উত্তর দিচ্ছ না ?
কেন তুমি শুধু দেখছো ?
এখন তোমাকে আমার আর দরকার নেই ,
তাই যদি হয় তোমাকে আমার আর দরকার নেই .
আমার সব রাকুনরা গৃহছাড়া ,
ফ্যামিলি ছাড়া ,
আসা ছাড়া ,
আমি ওদের স্বাস্থ্য পাসপোর্ট বা লেখাপড়া সম্বন্ধে এখন আর আমি চিন্তা করতে পারছি না ।
তুমি কেন শুধু শুনছো ,
তুমি কি দেখনা লেখালেখি সাদা মানে ভালো মানে খারাপ তাই বিপরীত ,
এটা এতই সহজ সাদা মানে ভালো ,
কাল মানে খারাপ , কেন উল্টা ভাবে না , সবাই জিনিসটা সহজ ভাবে নিয়েছে ,
খালি চোখে ওরা কিছুই দেখবে না , ওরা যদি দেখত তাহলে আমার রাকুনরা ক্ষুধার্থ বা রাস্তায় থাকতো না ।
চাঁদ ,
তুমি কি কোন কিছুই কেয়ার করোছ না তুমি ?
তুমি কথা বলছো না ?
তোমার কি হয়েছে ?
আমাকে একটা দড়ি দে , আমি এখানে চাদে উঠে যাব ,
আমি তোমার মাথা প্রচ্ছদ করে দিব এপাশ থেকে ওপাশ পর্যন্ত প্রচ্ছদ করে তোমাকে আমি পৃথিবীতে নামিয়ে আনবো ।
তখন পৃথিবীর মানুষ তোমাকে আর দেখবে না ,
আর আমি গর্তটা কম্পাউন্ড দিয়েছিল দিয়ে চাঁদের রং এ রং করে দিব
তখন আকাশে আর এই চাঁদ নামের অর্থটা থাকবে না । কেউ আর তোমাকে দেখতে পারবে না