Fairy tale
(Partially fairytale and form live).
Villages change the name “Red Rose” to “Blood Rose”.
Villages change the name “Red Rose” to “Blood Rose”.
A handsome cowboy from ‘Shalta ‘loves flute playing.
Amazing flute voice, tranquil and vibrate the whole village.
Oh, how nice that fluid voice ……..
He falls in love with an aristocrat girl “Shaila “…
OH, she loves live red roses……
OH, beautiful live red roses …
A pure villager’s love …
With the fluid voice, they were sync in love day after night, all night, whether rain or shine for a long… long… and long… period of time …..
They love each other sooooooooooooo much …..
One day handsome cowboy,
offer “Shaila” for marriage.
She said, “I love live red roses and you too, but to prove your passion for me I need all of the roses of the city “.
Poor cowboy sold his only one inherited house and belongs.
Bought and brought the ocean of roses to her.
And in the morning serve ocean of roses, in front of her house stand on the knee with bowhead and asked:
Here is the
“Ocean of Roses with
Ocean of Love …..
Accept my Love”.
The whole village was vibrating with live red roses…
Villagers marry them.
All night all villages dance and dance..; enjoy and enjoy…; no one sleeps at that night……
Morning, she said, “we are in poverty, you need to go to Nola with my two brothers, here is your “Green and Red Passport “.
Next day at 3 pm poor cowboy flew for Nola.
The whole village was crying ….….
But he flew.
They had to swim and boat to cross the ocean to reach to Nola.
The boat got sank, only one brother survives, letter on he found out that young handsome cowboy’s body but dead in the shore.
Shaila‘s brother put handsome cowboy’s dead body in his own shoulder and start walking to an unknown destination. ………………………………………………………………………………………………………………
After seven and half month “Shaila “gives birth a baby girl.
Villages change the name “red rose” to “blood rose”, and name that baby girl “blood rose “.
From then everyone call that red rose as “Blood Rose “.
Since then in “Shalta”, everybody lives in an ocean of “Blood Rose “.
Amazing flute voice, tranquil and vibrate the whole village.
Oh, how nice that fluid voice ……..
He falls in love with an aristocrat girl “Shaila “…
OH, she loves live red roses……
OH, beautiful live red roses …
A pure villager’s love …
With the fluid voice, they were sync in love day after night, all night, whether rain or shine for a long… long… and long… period of time …..
They love each other sooooooooooooo much …..
One day handsome cowboy,
offer “Shaila” for marriage.
She said, “I love live red roses and you too, but to prove your passion for me I need all of the roses of the city “.
Poor cowboy sold his only one inherited house and belongs.
Bought and brought the ocean of roses to her.
And in the morning serve ocean of roses, in front of her house stand on the knee with bowhead and asked:
Here is the
“Ocean of Roses with
Ocean of Love …..
Accept my Love”.
The whole village was vibrating with live red roses…
Villagers marry them.
All night all villages dance and dance..; enjoy and enjoy…; no one sleeps at that night……
Morning, she said, “we are in poverty, you need to go to Nola with my two brothers, here is your “Green and Red Passport “.
Next day at 3 pm poor cowboy flew for Nola.
The whole village was crying ….….
But he flew.
They had to swim and boat to cross the ocean to reach to Nola.
The boat got sank, only one brother survives, letter on he found out that young handsome cowboy’s body but dead in the shore.
Shaila‘s brother put handsome cowboy’s dead body in his own shoulder and start walking to an unknown destination. ………………………………………………………………………………………………………………
After seven and half month “Shaila “gives birth a baby girl.
Villages change the name “red rose” to “blood rose”, and name that baby girl “blood rose “.
From then everyone call that red rose as “Blood Rose “.
Since then in “Shalta”, everybody lives in an ocean of “Blood Rose “.
Note:-
Shalta is a small kind of financial poor village, in Southern Asia, but enrich with own ethical and cultural heritage.
Nola is an industrialized, trade and business city in Italy.
For better job and financial support, they used to go to Nola, without, visa by crossing the ocean; on the way to Nola lots of people sacrificed their lives, the handsome cowboy was one of them also…
Shalta is a small kind of financial poor village, in Southern Asia, but enrich with own ethical and cultural heritage.
Nola is an industrialized, trade and business city in Italy.
For better job and financial support, they used to go to Nola, without, visa by crossing the ocean; on the way to Nola lots of people sacrificed their lives, the handsome cowboy was one of them also…
পরীর প্রেম কাহিনী
———————-
গ্রামের নাম লাল গোলাপ থেকে
রক্ত গোলাপে রুপান্তরিত হলো
শালতা সে গ্রাম।
সেখানেই এক
কান্তিমান গরুর রাখাল
বংশীবাদক।
আশ্চর্য তার কণ্ঠ মায়াবী প্রশান্ত।
স্পন্দিত
ভেসে যায় নিয়ত তার সুরের আবহে গ্রাম
লোকালয় পথ প্রান্তর।
পরী । আভিজাত্য আর নন্দিত নয়না নারী।
রাখাল তার প্রেমে আসক্ত
তারা ভরা রাত
রাতের পর রাত সবিস্ময়ে কাটে সময়।
কাটে দিন
বৃষ্টি বিম্বিত প্রজ্জ্বলিত প্রহরে
ক্রমান্বয়ে ওরা এসে যায়
হৃদয়ের কাছাকাছি
অতঃপর নিবেদন
বিয়ের নিমিত্তে রাখালের
পরী , প্রমাণ চায় প্রণয়ের।
চায় গোলাপ। অনেক অনেক গোলাপ।
এ শহরে ফুটন্ত জীবন্ত যত গোলাপ আছে
চাই তার সবগুলো
গোলাপে গোলাপে ভরে দিক চারিদিক।
রাখালের প্রেম কি যাবে বিফলে
যা কিছু আছে সহায় সম্বল
বিকিয়ে দিয়ে তার ঘরবাড়ি
কলে কৌশলে
উৎসর্গিত রক্তগোলাপ
প্রেমিকার পদতল
রাখাল।গোলাপের সমুদ্র সমভিবহারে
নতজানু। পরীর , আঙিনায় রঙিন
গ্রহন করুন আমার উপটউকন
নন্দিত নৃত্য আনন্দ উপচানো গান
প্রকম্পিত গ্রাম সুর লহরী সুধা সমৃদ্ধ
বিয়ে আর অভিসার।
আতিথ্য।
নির্ঘুম।
________________________________
পরদিন প্রভাতী প্রহরে
পরী ।
আমাদের অভাবের সংসার
দারিদ্রতা থেকে মুক্তি পেতে
যেতে হবে নোলায়
দুটো ভাই সহ
এই যে লাল সবুজে একাকার
পাসপোর্ট
বেরিয়ে পড়ুন ইতালি অভিমুখে
চাই প্রেম।
সাথে অর্থ কড়ি
পোড় খাওয়া রাখাল চলে
নোলা অভিমুখী
স্থল ছেড়ে জলে
ভাসমান নৌকায়।
নব অভিযানে আনন্দে
নিরানন্দে ভাসিয়ে জনপথ
গ্রাম আর গ্রামের অধিবাসী সব
ক্রন্দন ধবনি
ভেসে যায় শোকের নহরে
বিরহে দ্বিধায়।
ব্যাকুল সকলে। আহা
পেছনে পড়ে থাকে স্মৃতি
আবেগতাড়িত সুর লহরী গান
সমুদ্রে নৌকো। সমুদ্রিক ঢেউ
ডুবে যায় প্রেম ভালোবাসা
পরীর স্বপ্ন নিমিষেই
সলিল সমাধি। একজন জীবিত।
সৈকতে পড়ে থাকে মৃত লাশ
রাখালের।
ভাইটি তার স্কন্ধে নিয়ে মৃত শরীর
চলতে থাকে
চলতে থাকে
চলতে থাকে
অজানা গন্তব্যে
নিয়তির নির্মম পরিহাস। অধরা স্বপ্ন
_____________________________
সাত মাস পনের দিন পর
এলো এক কন্যা আহা
আলোকিত করে পরীর ঘর
এ পৃথিবী যেন বুঝি সর্বংসহা
শোক সন্তপ্ত মানুষেরা পাল্টে দিল নাম
লাল গোলাপ আর শালতা
হয়ে গেল নিমিষেই
রক্ত গোলাপ।
সেই থেকে। সেই ধারাবাহিকতায়।
__________________________
বিঃদ্রঃ:-
শালতা দক্ষিণ এশিয়ার একটি ছোট এবং দরিদ্র গ্রাম, তবে গ্রামটি ছিল নিজস্ব নৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ । নোলা ইতালির একটি শিল্পোন্নত, বাণিজ্য ও ব্যবসায়ে উন্নত শহর। ভাল চাকরি ও আর্থিক সমৃদ্ধির জন্য তারা নৌকায় ভেসে সমুদ্র পেরিয়ে নোলায় যেত; পাসপোর্ট ছাড়া। যাওয়ার পথে প্রচুর লোকের জীবন বিপন্ন হতো। উৎসর্গ করত, নিজেদের জীবন। তাদের মধ্যে সুদর্শন রাখাল ছিল অন্যতম।