Because of 13
Not many 13th floors.
Not many 13th floors’ lift, even.
Not many houses or buses number of 13.
Here in Canada.
People want to escape this number 13.
It is Demon’s number.
Demons can possess to this number.
Today is 2016, December’s 13 th day.
Today, I wrote this poem, I was waiting for this day.
Let’s see, if Demon can possess to this poem’s birth day.
Today, Bizlee is 13 years old girl,
a pretty pre- teen girl ,
recently starts her monthly ,
at the age of 13 her dream shattered .
Dream to be a Doctor,
Dream to be a Teacher.
One day notice, she has to get married with Shamol,
an experienced boy, making money , 25 years of old Shamol ,
he want a virgin, but –
girl,
Shamol is experienced,
(I mean, there is a Brothel house in the corner of the City,
Shamol is a permanent customer over there),
he need virgin ,but
girl.
Bizlee is perfect for this,
Bizlee is only 13.
Because of age difference and lives,
he thinks that he can ordain Bizlee up to 7th lives .
Bizlee’s parent thinks that they find a proper husband.
If she loves someone, then she will be thrown out from the society.
No one will marry her,
up to 7th lives .
So, better give her marry.
It’s not Bizlee’s choice,
the , society’s choice .
Marriage happened with 7 turns.
So, she will be a wife, up to her 7th lives, for Shamol.
then , they demeaned her up to parent’s house of Shmaol ,
and over there -she start house hold jobs from 6 am morning,
Cooking, Cleaning and All sorts of house hold jobs up to at 10 pm evening.
A nonstop job for every day.
Even she doesn’t know, how many people she takes care every day,
may be 7 peoples ,
as it was 7 turns .
If she falls asleep at noon her Mother in law kicks her back to awake up and make her start doing house hold jobs, she is always 1/3 hungry and she will be staying hungry up to 7th lives.
Every 7 days she got 13 times raped by Shamol,
at 13 she got pregnant and give birth a boy from Shamol .
Cannot breastfeed , no milk.
Boy has no nutrition, or other milk.
She says “I have nothing in my body.
What I can give to this boy, for his body.
My boy is always hungry “.
She got Fistula.
Life continuous – – – – – – – – – – – – –
Her dream shatters, 1/3 off it.
She don’t want to be a Doctor or Teacher any more,
but she remember that .
If she was not married then,
she will be sold by her parents , and resale by Gangs ,
to Calcutta Brothel house for
1300.00$ – the max.
If her parents will not sale her, then she will be stolen by Gangs,
and, she will be sold , any way, for
1300.00$ -the max .
Calcutta Brothel House paid -the max.
At the Brother house, life,
she will be sex slave for life ,
up to 7th lives .
A sex slave for life.
At Brothel house she got raped every day up to 13 times.
Her money is taken by her owner.
Because of Demon possessed her as she is
13.
If not then she will be transport to urban city as a house slave,
house maid, house cleaner or house sex slave ,
her name will be changed to Shokina
up to 7th lives ,
Her job will be start at 6 am until 12 midnight as a slave,
up to 7th times of her lives, with her believe, or as a domestic sex slave.
Just for food and shelter.
If any cup, glass breaks anytime,
then, she will be beaten ,up to 13 times .
If she do not want to work then, they will blamed her as a thief,
and she will be hand over to police ,as a thief ,
and again she will be beaten up to 13 times , as a thief .
If she goes to Police Station then,
she will be beaten , raped by jailers up to 13 times .
Life continues – – – – – – – – – – – – –
Her Dream, has been shattered- completely,
Dreams shattered up 7th times of lives.
Now, even she completely doesn’t remember weather at some time she wanted to be a Teacher or something………….
Because of 13.
(Reza Sattar)
—————
কারণ ১৩
১৩ নম্বর ফ্লোরও খুব কম , এখানে ,
১৩ তালার লিফটও কম ,
১৩ এক নম্বরের বাস অথবা বাড়িও নেই বললেই চলে ,
এ ক্যানাডাতে মানুষ
১৩ নম্বর কে ভয় পায় ,
১৩ নম্বর থেকে মানুষ সরে থাকতে চায় ,
১৩ এটা এটা ভূতের নাম্বার ,
১৩ নম্বরে ভূত ভর করতে পারে ,
১৩ ই ডিসেম্বর ২০১৬ সালের এই কবিতাটার জন্মদিন ,
( অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য যে , এই কবিতার মধ্যে শয়তান আসে ভর করতে পারে কিনা )
বিজলি-
প্রাক-কিশোরী মেয়ে,
প্রাক-কিশোরীর মাসিক শুরু হল
১৩ বছর বয়সী মেয়ে, আজ, বিজলি ,
১৩ বছর বয়সে তার স্বপ্নটি ভেঙে যায ,
ডাক্তার হওয়ার স্বপ্ন ।
শিক্ষক হওয়ার স্বপ্ন ।
শ্যামল –
শামল মানে অভিজ্ঞ,
শ্যামলের সাথে বিজলির বিয়ে বসতে হবে একদিনের নোটিশে ,
শ্যামল অভিজ্ঞতাসম্পন্ন টাকা উপার্জন করে , ২৫ বছর বয়সী ,
( শ্যামল ,শহরের কোণে একটি পতিতালয়ের স্থায়ী খাজাঁচী )
শ্যামল-
কুমারী চায়
কুমারী মেয়ে
কুমারী দরকার,
কুমারী মেয়ে ,
বিজলি এই জন্য উপযুক্ত,
বিজলির ১৩ বৎসর মাত্র ,
বয়সের পার্থক্য এবং জীবনগুলির কারণে,
তিনি মনে করেন যে তিনি বিজলিকে সপ্তম জীবন পর্যন্ত স্থির করতে পারেন।
বিজলির পিতামাতারা মনে করেন যে তারা একটি উপযুক্ত স্বামী খুঁজে পেয়েছে,
বিজলিকে যদি কাউকে ভালবাসে তবে তাকে সমাজ থেকে ফেলে দেওয়া হবে ,
বিজলকে , তখন কেউ বিয়ে করবে না,
৭ ম জীবন পর্যন্ত ,
বিজিলকে বিয়ে বসতে হবেই ,
বিজলির পছন্দের বিয়ে নয় এটা , সমাজের পছন্দের বিয়ে ,
বিজলির বিয়ে হল সাত চক্র ঘুরে ,
বিজলিকে , শামলের স্ত্রী হিসাবে থাকতে হবে সপ্তম জীবন পর্যন্ত ,
বিজলিকে ওরা শমোলের পিতামাতার বাড়িতে নিয়ে এলো ,
সেখানে সকাল সকাল ৬ টা থেকে বাড়ির কাজ শুরু করুন,
রান্না, পরিষ্কার এবং বিভিন্ন ধরণের বাড়ির কাজ সন্ধ্যা ১০ টা অবধি ,
প্রতিদিনের জন্য একটি ননস্টপ কাজ ,
এমনকি ও জানে না, ও প্রতিদিন কত লোকের যত্ন নেন,
৭ জন লোক হতে পারে কারন ,
৭ টার্ন ছিল,
যদি সে দুপুরে ঘুমিয়ে পড়ে তার শাশুড়ী ঘুম থেকে জেগে তোলে বাড়ির চাকরি করার জ্ন্য , ও সবসময় ১/৩ ক্ষুধার্ত থাকে ,
৭ ম জীবন পর্যন্ত ক্ষুধার্ত থাকবে হয়তবা
৭ দিনে ও ১৩ বার শামল ওকে জোর ধর্মনাশ করে,
১৩ বছরেই গর্ভবতী হলে ,
শামোলের একটি ছেলে হলো –
দুধ নেই বুকে ,
দুধ পায় না ছেলে ,
ছেলের কোন পুষ্টি বা অন্য দুধও নেই ,
বিজলি বলে , “ আমার শরীরে কিছুই নেই ,
আমি এই ছেলেকে তার দেহের জন্য কী দিতে পারি ?
আমার ছেলেটি সবসময় ক্ষুধার্ত থাকে “ ।
শ্যামলেতো , মহাভারতের রাম ।
বিজলির –
অবিচ্ছিন্ন জীবন চলতে থাকে- – – – – – – – – – – –
স্বপ্নটি ভেঙে যায়, ১/৩ ভাগ ,
বিজলির ফিস্টুলা হয়েছে –
ডাক্তার বা শিক্ষক হতে চান না আর,
কিন্তু ওটা ওর মনে আছে ,
যদি বিজলি বিয়ে না বসতো –
ওর বাবা-মা ওকে বিক্রি করে দিত এবং গ্যাংগরা ওঁকে পুনরায় বিক্রি করে দিত –
কলকাতার পতিতালয় বাড়িতে , সবচেয়ে বেশি টাকা দেয়
১৩০০.০০ $ – সর্বোচ্চ ,
যদি তার বাবা-মা তাকে বিক্রি না করে, তবে সে গ্যাং দ্বারা চুরি হয়ে যেত ,
তাকে যে কোনও উপায়ে বিক্রি করা হতো
১৩০০.০০ $ – সর্বোচ্চ ,
কলকাতা ব্রোথেল হাউস – সর্বোচ্চ প্রদান করে ,
কলকাতা ব্রোথেল হাউসে ,
সে আজীবন যৌনদাসী হবে,
৭ ম জীবন পর্যন্ত।
জীবন হত একটি যৌন দাসের জন্য ,
ব্রোথেল বাড়িতে ও প্রতিদিন ১৩ বার পর্যন্ত ধর্মনাশ হতো ,
ও এখানে মালিকের যৌন দাসী ,
শয়তান ওর উপরে ভর করেছে কারণ ওর ১৩
এটা না হলে –
ওকে বড় শহর শহরে নিয়ে যাওয়া হতো ,
ওখানে এসে কারো বাসায় কাজের বুয়া হিসেবে ,
কাজের মেয়ে হিসেবে. চাকর হিসেবে বা ফ্রী যৌনকর্মী হিসেবে , কাজ করতে হতো ।
তার নাম বদলে দেওয়া হত শোকিনা
৭ ম জীবন পর্যন্ত,
দাস হিসাবে বা গৃহকর্মী, ঘর পরিস্কারক বা গৃহকর্মী দাসী বা গৃহপালিত যৌনদাসী হিসাবে ; কাজ শুরু হত সকাল ৬ টা থেকে শুরু মধ্যরাত ১২ টা অবধি ,
শুধু খাবার এবং আশ্রয়ের জন্য।
যদি কোন কাপ বা গ্লাস সময় ভেঙে যেত ,
ওঁকে ১৩ বার মারধর করা হতো ,
যদি সে কাজ করতে না চেত , তবে তারা তাকে চোর বলে দোষ দিত ,
ওঁকে চোর বলে পুলিশে সোপর্দ করা হতো ,
আবার ওঁকে চোর হিসাবে ১৩ বার মারধর করা হতো ,
যদি সে তখন থানায় যায়,
জেলেরা ওঁকে ১৩ বার পরতাকে মারধর করে ধর্ষণ করত ,
অবিচ্ছিন্ন জীবন চলতে থাকে – – – – – – – – – – – – –
তার স্বপ্ন, ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে- সম্পূর্ণ,
স্বপ্নগুলি ৭ জীবনের জন্য ছিন্নভিন্ন হয়ে গেছে ,
এখন তার স্বপ্ন সম্পূর্ণ টুটা হয়ে গেছে ? সাত জীবনের জন্যই তার স্বপ্ন টুটা হয়ে গিয়েছে এখন তার একদমই মনে নাই যে কোন একসময় সে ডাক্তার , শিক্ষক বা কিছু একটা হতে চেয়েছিলেন …………।
কারণ ওর ১৩ ………
(রেজা সাত্তার)