পানকৌড়ি
—————-
পানকৌড়ি পানকৌড়ি ,
পানকৌড়ি পানকৌড়ি ,
পানকৌড়ি সারাক্ষণ পানিতে ডুবা ডুবি করে ।
পানিতে একজন ডুব দেয় আর একজন মাথা উঁচু করে ধরে ।
আবার আরেকজন ডুব দেয় আর একজন মাথা উঁচু করে এভাবে ওরা সারাক্ষণ ডুবাডুবি করে ।
ডুবাডুবি করতে করতেই হয়তোবা ওদের গায়ের রং কালো হয়ে গেছে ।
ডুবা ডুবি করতে করতে ওরা জান বের করে ফেলে।
পানকৌড়ির মাছ খুব পছন্দ ওরা তাজা মাছ গিলে খেয়ে ফেলে ।
হঠাৎ , একটা পানকৌরি জেলের জালে আটকে গেল ।
আরেকটা পানকৌড়ি দেখছে ওর সঙ্গীকে ।
ও এখন আর ডুব দিচ্ছে না ।
ভরদুপুরে ,
জেলের ছেলে এসে জালের সূতা খুলে দিল ।
জেলের ছেলে পানকৌড়ি কে ,
বুকে নিয়ে অনেক আদর করে দিল অনেকক্ষণ ধরে রাখল ।
পরে ,
দুহাত দিয়ে আবার আকাশে উড়িয়ে দিল পানকৌড়ি কে ।
পরে ,
পানকৌড়ি টা আবার ওই পানিতে ঝাঁপ দিল ।
“ এই পানকৌরি তুই কেন আবার ওই পানিতে ঝাঁপ দিলি ?
“
রেজা সাত্তার
( Reza Sattar , reserve copyright; all poems are register under Canadian Intelectual property , water hens are favorite bird of the author ) .