প্রতিবাদী নারী
———————-
ইচ্ছা করছে আমার বুকের সিনা ছিড়ে ফেলে হৃদয়টা বের করে ।
প্রতিবাদী নারীর ,
পায়ের নিচে ফেলে দেই ।যদি একটু ঋণ শোধ করতে পারি ।
প্রতিবাদী নারীর ,
ঋণ শোধ হবে না , প্রশ্নই উঠে না , পৃথিবীর কোন জাতি কোন সমাজ কোনদিনই ।
প্রতিবাদী নারীর ঋণ ,
শোধ করতে পারে নাই , পৃথিবীতে একটা জিনিস শোধ হয়না যেটা ,
প্রতিবাদী নারীর ,
ঋণ , কারণ ।
প্রতিবাদী নারীর ,
মুখ দিয়ে মুক্তা ঝরে না ।
প্রতিবাদী নারীর ,
মুখ দিয়ে ড্রাগনের আগুন বের হয় ।
প্রতিবাদী নারীর ,
সঙ্গী কখনো , দেশের শত্রু , জাতির শত্রু বা চোর হয় না ।
প্রতিবাদী নারী ,
নজরুলের কবিতার প্রিয়া হবে না।
কারণ সে ,
প্রতিবাদী নারী ।
রেজা সাত্তার
( Reza Sattar , reserve copyright; all poems are register under Canadian Intelectual property )