আমি পুজোয় যাব
————————-
ইঞ্জিনিয়ার নির্মাণ করে ।
বিপ্লবী বিপ্লব করে ।
না পড়ুয়া ছাত্র কান মলা খায় ।
চোর চুরি করে ।
আগুন আগুন ধরায় ।
পাখি গান শোনায় ।
সমুদ্র মনকে দোলা দেয় ।
প্রেমিকা প্রেমের জ্বালায় চুম্বন খায় প্রেমিককে ।
প্রেমিক প্রেমিকার চুম্বন মাতাল করে ।
স্পর্শ কাতর স্বামী কর্মরত স্ত্রীর জন্য অপেক্ষা করে ।
প্রতিবাদী ছাত্রী নেতা হকিস্টিক দিয়ে মাথা ফাটায় ।
বেপরোয়া ছাত্রনেতা গুলি ছোড়ে ।
মস্তান চাপাতি দিয়ে হাতের কব্জা কাটে ।
জীবন বাজি রেখে রগ চটা, ক্ষ্যাপা ,র্যাব গুলি করে মাথায় ।
মুক্তিযোদ্ধা অস্ত্র ফেরত চায় ।
পুলিশ ঘুষ খায় ।
হাউস ওয়াইফ জামাইয়ের ঘুষের টাকায় বড়াই কর ।
অসৎ আমলারা ঘুষের টাকায় বাড়ি বানায় ।
আদম ব্যবসার চাপে এম্বাসির ভিসা সেকশন থাকেনা ।
আদম ব্যাপারীর আদমের লাশের হাড্ডি আরিজোনার মরুভূমিতে ।
মেধাবী ছাত্র ভিসা পায়না ।
মেধাবী ছাত্র না খেয়ে থাকে ।
ও মেধাবী ছাত্র পড়ে , মেধাবী ছাত্র তাকিয়ে দেখ ।
টরোন্টোর বেগম পাড়ায় ধনী বেগমরা থাকে ।
বেগম সাহেবরা ল্যাম্বরগিনি চালায় ।
হুন্ডি ওয়ালিদের ছেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ।
হুন্ডি ওয়ালিদের ছেলেরা বিদেশী মধু খায় টাকা উড়ায় ।
হন্ডি ওয়ালার ভাড়াটে খুনি পালে ।
রিকশাআলা ঘাম মুছে ।
কৃষকের মাথায় ঋণের বোঝা ।
নিরুপায় কুলি ফুটপাতে ঘুমায় ।
শ্রমজীবী ইট ভাঙ্গা নারীর শাড়ি ছেড়া ।
লুটেরা বিদেশে ৫০০ কোটি টাকার বাড়ি কিনে ক্যাশে।
বিদেশে , লুটার দের ক্লোজেট এ ঢাকার ব্যাংকের ক্যাশ ডলার থাকে ।
দেশ এখন অসৎ ব্যাংকারদের হাতের মুঠোয় ।
কাঠুরিয়া কাঠ কোপায় কুড়াল দিয়ে ।
গাউছের ধারালো কাঁচি কোমরে ।
রাধুনী ছুরি দিয়ে লাউ কাটে ।
জেলে কোচ মারে মাছের বুকে ।
মা চুলোয় আগুন ধরায় ।
প্রতিবাদী ফেসবুকের আগুন ধরায় ।
জীবন জীবন কে বাঁচায় ।
কামার বটি বানায় , ধার দিয়ে ।
পূজায় , পাঁঠার মাথা কাটে , এক কোপে ।
পুজোয় যাব , পাঠা বলি দিব , এক কোপে ।
রেজা সাত্তার
এটা রেজা সাত্তারের লিখিত কবিতা সকল কপিরাইট রেজা সাত্তারের ।